জীবননগরের আন্দুলবাড়িয়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পাশে লোকমোর্চা

 

জীবননগর ব্যুরো: জীবননগর আন্দুলবাড়িয়ার মণ্ডলপাড়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জেলা লোকমোর্চা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা লোকমোর্চা সভাপতি অ্যাড. আলমগীর হোসেন ও জীবননগর উপজেলা লোকমোর্চা সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যসের একটি দল স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেয় এবং তার পরিবারকে আইনি সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় লোকমোর্চা সদস্যদের কাছে প্রতিবেশীরা ধর্ষক রাজীব হাসানের (২৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে ধর্ষণের ঘটনায় বুধবার বিকেলে ধর্ষক রাজীব হাসানের বিরুদ্ধে জীবননগর থানায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান জানান, আজ শুক্রবার ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং ধর্ষক রাজিবকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

উল্লেখ্য, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের প্রভাবশালী আহাদ আলীর ছেলে রাজীব হাসান (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দশম শ্রেণির এক ছাত্রীকে গত রোববার রাতে ধর্ষণ করে। এরপর থেকে ওই এলাকার কয়েক রাজনৈতিক নেতা আলোচিত ধর্ষণের ঘটনাটি সালিস বৈঠকের মাধ্যমে একতরফাভাবে আপসরফা করার অপচেষ্টা করছেন।

একটি সূত্র জানিয়েছে, গতরাতে ইউনিয়ন আ.লীগ নেতা মীর মকলেছুর রহমান টজোর গদিঘরে আরেক দফা আপসরফা হয়। ধর্ষকপক্ষ ১ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেছে মীমাংসার জন্য। এ টাকার মধ্যে ১ লাখ টাকা ধর্ষিতার পরিবারকে দেয়া হবে। আর বাকি ৩০ হাজার টাকা পুলিশকে দেয়া হবে বলে ওই আপসরফার সময় জানানো হয়।