চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘হাসি দিয়ে যদি লোকালে তোমার সারা জীবনের বেদনা, আছো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদোনা’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় তলার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামানিক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মতিউর রহমান, ফরহাদ হোসেন, প্রভাষক আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, মৌসুমী হোসেন প্রমুখ। জানিনা আমরা তোমাদের কতোটা শেখাতে পেরেছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। তোমরা ভালো থেকো, ভালো ফলাফল করে দেশের জন্য সুনাম অর্জন করলে সে সুনাম আমাদেরই হবে। আর সেটাই আমাদের বড় পাওয়া। অনুষ্ঠানে বিদায়ী ৯০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন তৈমুর হোসেন জোয়ার্দ্দার তনু ও রুশিয়া খাতুন।