তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জীবননগরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : থানায় পাল্টাপাল্টি অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগ ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাক শিপন আহত হয়েছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপ থানায় পাল্টপাল্টি আভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর শহরের দত্তনগর সড়কের একটি হোটেলের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোটেলে ফ্যান ছাড়াকে কেন্দ্র করে জীবননগর পৌর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক শিপনের সাথে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লবের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব সঙ্গীদের নিয়ে হামলা চালিয়ে পৌর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক শিপনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে আহত শিপন সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, দুপুরে হোটেলে খাবারের জন্য যায়। এ সময় ছাত্রলীগ নেতা জেরিন হোটেলের ফ্যান ছাড়লে আমি ফ্যানটি বন্ধ করার জন্য অনুরোধ করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ও তার সাথে থাকা জেরিনসহ বেশ কয়েকজন আমাকে লাঠি দিয়ে মারধর করতে থাকে। এ সময় স্থানীয় জনগণ ছুটে আসলে তারা চলে যায়। এ ব্যাপারে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব সাংবাদিকদের জানিয়েছেন, শিপন ও তার সঙ্গীরা সোমবার সন্ধ্যার সময় হাসুয়া ও লাঠি নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা করে। শিপনের কাছে হামলার কারণ জানতে চাইলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটির এ ঘটনা ঘটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।