চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় স্বামী-স্ত্রীর এক বছরের কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় এক দম্পতির ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আব্দুল হালিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের বাবলু মিয়া (৫০) ও তার স্ত্রী নুরজাহান খাতুন (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের মৃত ফজলু হকের স্ত্রী সুফিয়া খাতুন তার ব্যবহৃত প্রায় ৭৬ হাজার টাকা মূল্যের সোনা ও রুপার গয়না বিশ্বাসযোগ্য প্রতিবেশী বাবলু ও তার স্ত্রীর কাছে রাখতে দেন। সুফিয়া খাতুন প্রয়োজনের সময় ওই গয়না চাইলে তারা বিষয়টি অস্বীকার করে এবং দেখে নেয়ার হুমকি দেয়। পরে ২০১৪ সালের ২ জানুয়ারি সুফিয়া খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা আমলি আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটি চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিচারাধীন ছিলো। গতকাল দুপুরে ওই আদালতের বিচারক মো. আব্দুল হালিম আসামিদের উপস্থিতিতে ওই দণ্ডাদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।