চুয়াডাঙ্গার বেলগাছিতে জমি বন্ধকের টাকা নিয়ে মারামারি : একই পরিবারের আহত ৩

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেলগাছিতে জমি বন্ধকের টাকা নিয়ে মারামারিতে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, চুয়াডাঙ্গা শহরতলীর বেলগাছি গোরস্তানপাড়ার মৃত মোবারক আলী বিশ্বাসের ছেলে ওহাব আলী (৩২) তার বড় ভাই ইয়ামিন আলী (৪৭) তার ছেলে জিহাদ (২৭)। গতকাল তারা বন্ধকি জমির টাকা ভাগাভাগি নিয়ে হেঁসো ও কামড়ের আঘাতে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মোবারক আলীর মেজো ছেলে ইয়াছিন আলী অভিযোগ করে বলেন, বড় ভাই ইয়ামিনের ছেলে জিহাদের রেলওয়েতে চাকরির জন্য ২ লাখ টাকা দরকার ছিলো। সেজন্য তাদের ৩ বিঘা জমি বন্ধক দেয় ফার্মপাড়ার পিকুর কাছে। জমি বন্ধকের সব টাকা ওহাব আলী তার নিজের কাছে রেখে দেয়। এনিয়ে পরিবারে শুরু হয় অশান্তি। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইয়ামিন তার ছোট ভাই ওহাবের কাছে টাকা চাইতে গেলে ওহাব দিতে রাজি হয় না। ইয়ামিন আলী ওহাবের ঘর থেকে টাকা বেরকরে নিতে গেলে দুভায়ের ভেতর শুরু হয় হাতাহাতি। ওহাব তার বড় ভাই ইয়ামিনের শরীরে কামড় বসিয়ে দেয়। খবর পেয়ে ইয়ামিনের ছেলে জিহাদ হেঁসো দিয়ে ওহাবের মাথা ও শরীরে কোপ মারে। ওহাব তার হাত থেকে হেঁসো কেড়ে নিয়ে জিহাদের হাতে কোপ মারে এবং কানে ও ঘাড়ে কমড়ে দেয়। প্রতিবেশিরা এসে ঘটনা সামাল দিলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।