চুয়াডাঙ্গার নতিপোতায় ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় নতিপোতা ইউনিয়নের ৫টি গ্রামে স্বল্প পরিসরে ওই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ঘোষক ফারুক হোসেন, শিল্পী আব্দুল হামিদসহ অনেকে।

এ সময় জেলা তথ্য অফিসার বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তৎকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে জেলা শহরে যেতে হতো এবং এতে ব্যয় হতো অনেক। কিন্তু বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রে ওই ধরনের যাবতীয় সেবা পাওয়া যায়। তথ্য প্রযুক্তিকে আরও উন্নত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার অংশ হিসেবে এই অনুষ্ঠান করা হচ্ছে। তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে নতিপোতা ইউনিয়নের ছুটিপুর, পোতারপাড়া, ভগিরথপুর, নতিপোতা ও কালিয়াবকরী গ্রামে ভ্রাম্যমাণ সঙ্গীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকের কথা ও সুরে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক গান পরিবেশন করেন শিল্পী আব্দুল হামিদ।