Untitled

গাংনীতে সরকারিভাবে গম ক্রয় শুরু

গাংনী প্রতিনিধি: সরকারের খাদ্য সংগ্রহ অভিযানের আওতায় মেহেরপুর গাংনীতে শুরু হয়েছে গম ক্রয়। গতকাল মঙ্গলবার বিকেলে খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ, গাংনী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াসিন রেজা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ ও গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি ও মোতালেবসহ নেতৃবৃন্দ। চলতি মরসুমে গাংনী খাদ্যগুদামে আড়াই হাজার মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতিমণ গমের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২০ টাকা।