ঙ্গীতশিল্পীদের নতুন সংগঠন বিএলসিপিএস যাত্রা শুরু

 

স্টাফ রিপোর্টার: দেশেরকণ্ঠশিল্পী,গীতিকার ও সুরকারদের মেধাস্বত্ব রক্ষায় বিএলসিপিএস নামে নতুনএকটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শিল্পীদের সঙ্গীত ব্যবহারে অনুমতিরপ্রশ্নে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে বিএলসিপিএস’র কাছে দায়বদ্ধথাকবে।গতকাল সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন সংস্থারঘোষণা দেন শিল্পীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্থাটির সভাপতি থাকছেনসাবিনা ইয়াসমিন,প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত মোস্তফা ও সাধারণ সম্পাদকহামিন আহমেদ।

এছাড়া থাকছেন আলাউদ্দিন আলী,শেখ সাদি,ফোয়াদ নাসের বাবু,মাকসুদ,আইয়ুব বাচ্চু,শুভ্র দেব,মনির খানের মতো শিল্পীরা। বিএলসিপিএস’রআইনি পরামর্শক হিসেবে রয়েছেন বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধাননির্বাহী কর্মকর্তা ও ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ।সংবাদসম্মেলনে সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, গীতিকার,সুরকার ও কণ্ঠশিল্পীদেরঅনুমতি না নিয়ে তাদের গানগুলো বিভিন্ন মোবাইল কোম্পানি,এফএম রেডিও,টেলিভিশন চ্যানেল প্রচার করছে। বিভিন্ন প্রতিষ্ঠান গান অনুমতি ছাড়াইব্যবহার করছে। রীতিমতো ব্যবসা করছে তারা। শিল্পীরা নানাভাবে বঞ্চনার শিকারহচ্ছে। দীর্ঘদিন ধরে প্রচারিত তাদের গানগুলো থেকে সম্মানী পাচ্ছেন না। তিনিজানান, সংস্থাটি সঙ্গীতশিল্পীদের আন্তর্জাতিক সংস্থা সিস্যাক’র নির্ধারিতফরম্যাট অনুযায়ী শিল্পীদের সম্মানী আদায় করা হবে।সংস্থার প্রধাননির্বাহী কর্মকর্তা সুজিত মোস্তফা জানান, এখন থেকে বাণিজ্যিকপ্রতিষ্ঠানগুলো সঙ্গীত ব্যবহারের অনুমোদন এবং সম্মানী প্রদানের জন্য এপ্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ থাকবে। সংস্থাটি শিল্পীদের প্রাপ্য টাকা সংগ্রহএবং বিতরণের দায়িত্ব নেবে।