গাংনী হাসপাতালে রোগী বহনের ট্রলি দিলেন মেয়র

গাংনী প্রতিনিধি: অবশেষে মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বহনের জন্য ট্রলি যুক্ত হয়েছে। গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের ব্যক্তিগত অর্থে একটি এবং হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আরো একটি ট্রলি ক্রয় করা হয়। গতকাল রোববার সকালে হাসপাতালে ট্রলি হস্তান্তর করেন পৌর মেয়র। ট্রলি গ্রহণ করেন আরএমও। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, আরএমও ডা. এমকে রেজা, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, প্যানেল মেয়র নবীর উদ্দীন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাসপাতালের চারতলা নতুন ভবন উদ্বোধন হলেও রোগী বহনের ট্রলি না থাকায় চরম বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা। চারতলায় ওয়ার্ডে উঠতে বেগ পেতে হচ্ছিলো। এর থেকে পরিত্রাণ পেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।
এ প্রসঙ্গে মেয়র বলেন, নতুন ভবন হলেও প্রয়োজনীয় আসবাবপত্র দেয়া হয়নি। তাই চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তাই ব্যক্তিগত উদ্যোগে একটি ট্রলি দিয়েছি। আমার ও হাসপাতালের ট্রলি দুটি অর্ডার দিয়ে একই সাথে তৈরি করে এনেছি। গতকাল থেকেই ট্রলিতে রোগী বহন শুরু হয়েছে।