গরু দেখে উত্তরা পরিবহনের কড়া ব্রেক : পেছনে ধাক্কা মেরে ট্রাকচালক হেলপারসহ আহত ৩

স্টাফ রিপোর্টার: ঢাকা নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা উত্তরা পরিবহনের একটি কোচের কড়া ব্রেকে পেছনে থাকা ট্রাক ধাক্কা মেরেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ছয় মাইল নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক, হেলপার ও উত্তরা কোচের এক যাত্রী।
আহত তিনজনের মধ্যে ট্রাকচালক চুয়াডাঙ্গা নূরনগরের সোরাপ ও কোচযাত্রী জুয়েলকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। সোরাপ নূরনগরের খোরশেদ মণ্ডলের ছেলে। আর কোচযাত্রী জুয়েল চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারীর আব্দুল কালামের ছেলে।
‌জানা গেছে, গতকাল ভোরে ঢাকার নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার উদ্দেশে ছেড়ে আসে। কোচটি ঝিনাইদহ পেরিয়ে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ৬ মাইল নামক স্থানে পৌঁছুলে সামনে পড়ে গরু। কড়া ব্রেক মারতেই পেছনে থাকা ট্রাক উত্তরা পরিবহনের পেছনে এসে ধাক্কা মারে। ট্রাকচালক ও হেলপার এবং কোচের পেছনে থাকা কোচের যাত্রী জুয়েলসহ বেশ কয়েকজন আহত হন।