কেঁদেই দিলেন সানিয়া মির্জা

মাথাভাঙ্গা মনিটর: কান্নায় ভেঙে পড়লেন সানিয়া মির্জা। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকেদেয়া এক একান্ত সাক্ষাত্কারে এই টেনিস তারকার মন্তব্য, ‘আর কী করলেপ্রমাণিত হবে যে আমি একজন ভারতীয়!’ সানিয়ার এই মন্তব্য ভারতেরক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এক সাংসদের মন্তব্যের পরপরই। নবগঠিততেলেঙ্গানা রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে নির্বাচিত হওয়ার পরপরইসেই সংসদ সদস্য অভিযোগ করেন, ‘এই সানিয়া পাকিস্তানের গৃহবধূ। তার তেলেঙ্গানারব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়ার কোনো নৈতিক ভিত্তি নেই। এইরাজ্য গঠনের আন্দোলনের সাথে তার কোনো আত্মিক সম্পর্ক নেই।’ এনডিটিভিঅবশ্য বিজেপির নেতার এই মন্তব্যকে অভিহিত করেছে রাজনৈতিক ‘ফাউল প্লে’ হিসেবে। সানিয়াকে ভারতের ‘জাতীয় আইকন’ হিসেবে অভিহিত করে এনডিটিভি বলেছে, এর মাধ্যমে সানিয়াকে অপমান করা হয়েছে।সাক্ষাত্কারের একপর্যায়েসানিয়া কান্নায় ভেঙে পড়ে জানান, ‘সাংসদের এই মন্তব্য আমাকে নিদারুণ আহতকরেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ভারতে জন্ম নিয়ে, ভারতে সারাটা জীবনকাটিয়েও আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি আদৌ ভারতীয় কি না।’ পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেই মূলত ভারতীয়দের একাংশের কাছে সমালোচিত এই নারী টেনিস তারকা।