কুষ্টিয়ায় নকল মেলামাইন কারখানার সন্ধান লাভ

মাথাভাঙ্গা অনলাইন : : কুষ্টিয়ায় একটি নকল মেলামাইন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ কারখানার সন্ধান পায়।
গত ৪ মাস ধরে শহরের বড় বাজার এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কারখানাটি দেশের খ্যাতনামা সব মেলামাইন কোম্পানির নানা ডিজাইন নকল করে বিভিন্ন প্রকার মেলামাইন সামগ্রী তৈরি করে আসছিল।
জানা গেছে, শহরের বড় বাজার বারোয়ারীতলা সড়কের পাশে স্বাধীন মেলামাইন নাম দিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি গত ৪ মাস ধরে শরীফ মেলামাইন, চায়না মেলামাইনসহ খ্যাতনামা বিভিন্ন কোম্পানির মেলামাইন সামগ্রী তৈরি করছিল।
এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণ মেলামাইন সামগ্রী ও এসব তৈরির উপকরণ জব্দ করা হয়। এছাড়া অবৈধ ব্যবসা পরিচালনার দায়ে কারখানার মালিক আব্দুল হামিদকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।