কার্পাসডাঙ্গায় ১০ চাকার হেভী ওয়েট ট্রাক প্রবেশ করায় সড়ক ভেঙে যাচ্ছে বলে অভিযোগ

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় সড়ক গুলোতে ১০ চাকার হেভী ওয়েট ট্রাক অবাধে প্রবেশ করায় সড়ক ভেঙে উঁচু-নিচু হয়ে বেহাল দশায় পরিণত হচ্ছে। প্রতিবাদ করেও কোনো প্রতিকার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্পাসডাঙ্গা এলাকায় প্রতিটি গ্রামেই প্রায় পাঁকা সড়ক তবে স্বল্প লোড ক্ষমতা সম্পন্ন পরিবহন চলাচলের যোগ্য। কার্পাসডাঙ্গা এলাকাটি একটি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল হওয়ায় বহু দূর থেকে আমদানিকৃত মালামাল যেমন পাথর, সিমেন্ট, রড, বালি ইত্যাদি আনা হচ্ছে ১০ চাকার হেভী ওয়েট সম্পন্ন ট্রাকে করে। ব্যবসায়ীরা স্বল্প সময়ে অল্প ব্যয়ে অধিক মালামাল আনার স্বার্থে ৫০-৬০ টন ধারনকৃত এসব হেভী লোড ক্ষমতা সম্পন্ন ১০ চাকার বড় বড় ট্রাক ভাড়া করে থাকেন। কিন্তু এসব রাস্তার ধারন ক্ষমতা ১০ টন হওয়ায় হেভী ওয়েট ১০ চাকার ট্রাক চলার কারণে রাস্তা বসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে অথচ দেখার যেন কেউ নেই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবে বলে জোর দাবি করেছে এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *