মুন্সিগঞ্জ রেলস্টেশন থেকে দামুড়হুদার প্রেমিকজুটি আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: মুন্সিগঞ্জ রেলস্টেশনে একান্তে আলাপরত অবস্থায় আটক হয়েছে প্রেমিকজুটি। বাড়িতে যখন বিয়ের আনন্দ চলছে, তখন পাত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় আলমডাঙ্গা থানা পুলিশের খাঁচায় বন্দী হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দর্শনার লিমতি ও কাদিপুরের সেনাসদস্য কামরুজ্জামানকে গতকাল ভোর সাড়ে ৫টায় মুন্সিগঞ্জ রেলস্টেশন থেকে আটক করে পুলিশ।

আলমডাঙ্গা থানাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার লিয়াকত আলী শাহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া মেয়ে লিমতি তার প্রেমিক একই উপজেলার কাদিপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে সেনাসদস্য কামরুজ্জামানের সাথে গোপনে বের হয়। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশন থেকে স্থানীয় ফাঁড়ি পুলিশ। তারা একটি মোটরসাইকেলযোগে মুন্সিগঞ্জ রেলস্টেশনে গিয়ে একটি চায়ের দোকানের কাছে কথা বলার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এত ভোরে কুয়াশাচ্ছন্ন নির্জন প্লাটফর্মে অন্তরঙ্গ দুজনকে দেখে পরিচয় জানতে চাইলে প্রেমিকজুটি স্থানীয়দের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ প্রথমে তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদেরকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে। এর পরপরই আলমডাঙ্গা থানায় ছুটে আসেন লিমতির মা। তিনি জানান, লিমতির ইতালি প্রবাসী এক ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। আগামী ৩১ জানুয়ারি বিয়ের দিন ধার্য করা হয়েছে। লিমতি এ বিয়েতে রাজি নয়। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান মেয়ে ঘরে নেই। একটি চিঠি লিখে সে চলে আসে। চিঠিতে লিখেছে তার বান্ধবীর বিয়ে। সকাল ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ লিমতির মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেয়। তবে সেনা সদস্য কামরুজ্জামানের পক্ষ থেকে কোনো অভিভাবক না এলেও তাকে ছেড়ে দেয়া হয়।