কনডমের বিকল্প পুরুষের ইঞ্জেকশন উদ্ভাবন!

 

মাথাভাঙ্গা মনিটর: সাধারণতমিলনের সময় অনেকক্ষেত্রে পুরুষরা কনডম পড়তে অস্বস্তিবোধ করেন। আর তাইপুরুষের জন্য অত্যন্ত সুখবর দিচ্ছেন বিজ্ঞানীরা। মহিলাদের গর্ভনিরোধকট্যাবলেটের পর বৈজ্ঞানিকরা পুরুষদের জন্য গর্ভনিরোধক ইঞ্জেকশন আবিস্কারকরেছেন৷
বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এটা বলা যেতে পারে যে কনডমের থেকে এটাশুধু ভালোই হবে তা নয়, এর কোনোরকম সাইড এফেক্ট নেই। যখন খুশি প্রভাব সমাপ্তকরাও যেতে পারে।
স্কটল্যান্ডের পত্রিকা ‘দ্য স্কটিশ সনে’ প্রকাশিতরিপোর্টে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরুষদের জন্যগর্ভনিরোধক ইঞ্জেকশন প্রস্তুত করেছেন। যার পরীক্ষা সমগ্র বিশ্বে ৪০০টি জোড়াবিবাহিত স্বামী-স্ত্রীর মধ্যে করবার পরিকল্পনা নেয়া হয়েছে। এই পরীক্ষারনেতৃত্বে থাকা প্রফেসার রিচার্ড অ্যান্ডারসন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের দ্বারা সঞ্চালিত এই পরীক্ষায় ৩৭-৪৫ বছরের মধ্যে৪০০ জোড়া যুগলকে সামিল করা হবে৷ এই পরীক্ষার কোনো সাইড এফেক্ট নেই।