এক ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান ১০ প্রার্থী!

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। তারা বুঝে উঠতে পারছেন না কোন প্রার্থীকে সমর্থন করবেন।

জানা গেছে, দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের টিকেট পেয়েছেন মহিউল ইসলাম মহি। তবে এ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দলের মনোনীত প্রার্থী মহিউল ইসলাম মহি ছাড়াও একই দলের আরও ৯ জন চেয়ারম্যান পদে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দিয়েছেন। এরা হলেন- মিজানুর রহমান মিজু, জহুরুল ইসলাম, ফারুক হোসেন, ইযাছিন আলী, জাহিদুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম, মোজাম্মেল হক, গাজী সালাউদ্দিন বাবু ও সুজাউদ্দিন। তবে এ ইউনিয়নে বিএনপির একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান আকবর আলী দলের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে একই দল থেকে ১০ জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। নৌকা প্রতীক একজন পেলেও অপর ৯ জন তাদের দলের লোক হওয়ায় কাকে সমর্থন করবেন সেটা নিয়ে নেতাকর্মীরা এখন দিশেহারা। তবে দৌলতপুর উপজেলা আওয়োমী লীগ সভাপতি আফাজ উদ্দিন আহমেদের মতে স্থানীয় সরকারের নির্বাচনের সময় বড় দলের প্রার্থী নির্বাচন নিয়ে একটু ঝামেলা হতেই পারে।