ইসিতে কাদের সিদ্দিকীর আপিল খারিজ

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র বাতিল করার বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকীর করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেন। নির্বাচন কমিশন কাদের সিদ্দিকী ছাড়াও আরও দুজনের আপিল খারিজ করে দিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ আজাদ মিয়া। ইসির সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে চারজন প্রার্থী বহাল থাকলেন। তারা হলেন আওয়ামী লীগের অনুপম শাজাহান, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক ও লিয়াকত আলী। গত ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল-৮ আসনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়।