আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক আবু দাউদের ইন্তেকাল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু দাউদ চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। গতকাল রোববার সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে গত কয়েকদিন তাকে আইসিইউ রাখা হয়েছিলো। তার মৃত্যুর সংবাদে পরিবারসহ আলমডাঙ্গা অঞ্চলের প্রাক্তণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল দুপুরের দিকে লাশ আলমডাঙ্গায় পৌঁছুলে তাকে এক নজর দেখার জন্য আলমডাঙ্গার বিভিন্ন মহলের মানুষ, ছাত্রছাত্রী, স্বজনেরা এবং তার দীর্ঘদীনের কর্মস্থলের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল বাদ আসর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র মরহুমের চাচাতো ভাই হাসান কাদির গনু, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা ডা. শাহাব উদ্দিন সাবু, মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, মরহুমের ভাই ইছা মিয়া, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান, প্রভাষক আলম হোসেন, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম, প্রভাষক তাপস রশীদ, প্রভাষক মোনায়েম হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ। জানযা শেষে দারুস সালাম কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।