ফরিদপুরের সেই নবজাতক আর নে​ই

স্টাফ রিপোর্টার: দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক গালিবা হায়াত আর নেই। গতকাল রোববার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। স্কয়ার হাসপাতালের চিকিৎসক আবতাব ইউসুফ বলেন, রোববার রাতে নবজাতকের মৃত্যু হয়। সে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলো। নবজাতকের চাচা শামীমুল হক তালুকদারও মুঠোফোনে তার মৃত্যুর বিষয়টি জানান। উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরিপ্রবাসী এক বাংলাদেশির সহায়তায় গতকাল শনিবার বিকেলে ওই নবজাতককে হেলিকপ্টারে করে ঢাকা নেয়া হয়।

এর আগে নবজাতকের চাচা শামীমুল হক তালুকদার চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছিলেন, শিশুটি বড় ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়েছে। রক্ত পরীক্ষার জন্য শিশুটির শরীর থেকে রক্ত নেয়া হয়েছিলো। রক্ত নেয়ার সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ করা যাচ্ছে না। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই শিশুটির জন্ম হয়। শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দাফনের সময় শিশুটি কেঁদে ওঠে।

 

Leave a comment