আলমডাঙ্গা ব্যুরো: গতকাল মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ এক চিরুনি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টি আসামিদেরকে গ্রেফতার করেছে। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে। এসআই পিয়ার আলি অভিযান চালিয়ে আলমডাঙ্গার কাশিপুরের মৃত আহমেদের ছেলে ওহিদুলকে (৩৮) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। অপরদিকে এসআই আনিস ও এসআই টিপু সুলতান অপর অভিযান চালিয়ে হাড়োকান্দির সফিউদ্দিনের ছেলে আজিজ আহমেদ সুজন মেম্বার (৩৫), ক্যানেলপাড়ার সাধন ঘোষের ছেলে খোকন ঘোষ (৪০) এবং আর একটি অভিযানে হাপানিয়া ক্যাম্পের এএসআই রাজিব আন্দিপুরের ইমান মণ্ডলের ছেলে লোকমান হোসেন পুটেকে গ্রেফতার করে। তাদের সংশ্লিষ্ঠ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।