স্টাফ রিপোর্টার: আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দু ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আরও একজনের নাম অন্তর্ভুক্ত করা যাবে স্কোয়াডে। সেক্ষেত্রে তাসকিনকেই দলে রাখা হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। তাসকিনকে নিয়েই ১৪ সদস্যের টাইগার স্কোয়াড হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে এক বিবৃতিতে আইসিসি তাসকিন এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে। আন্তর্জাতিক ম্যাচে দুজনের বল করতে এখন আর কোনো বাধা নেই। চলতি বছরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন তাসকিন এবং সানি। তবে ঘরোয়া ক্রিকেটে বোলিঙে নিষেধাজ্ঞা ছিলো না।
সেপ্টেম্বরের ৮ তারিখে অস্ট্রেলিয়ার ব্রিসব্রেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন এবং সানি। বোলিংয়ের অ্যাকশন পরীক্ষা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ছাড়পত্র দেয়।