চুয়াডাঙ্গা মসজিদপাড়ার ডা. মশিউর রহমানের মায়ের ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমানের মা দিলুয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। গত সোমবার রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। আজ বাদজোহর চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হবে।

চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী দিলুয়ারা বেগম (৬২) স্বাভাবিকভাবেই গত সোমবার রাত ২টার দিকে নামাজ শেষে ঘুমোতে যান। ঘুমের মধ্যে স্ট্রোক করে তিনি মারা যান। দিলুয়ারা বেগম ৫ ছেলে ও ১ মেয়ের জননী। সন্তানেরা যার যার স্থানে প্রতিষ্ঠিত। এর মধ্যে হাবিবুর রহমান সাদিদ রাজনীতিক। তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। আরেক সন্তান ডা. মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার। মনিরুর রহমান সিঙ্গাপুর প্রবাসী। মায়ের মৃত্যুর খবর শুনে তিনি বাংলাদেশের উদ্দশে রওনা দিয়েছেন। আজ সকালে তার চুয়াডাঙ্গায় পৌঁছুনোর কথা। দিলুয়ারা বেগমের লাশ আজ বাদজোহর জানাজা শেষে চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-রহমান সিজার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।