স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের আবু সাঈদকে খুন ও মারপিট বিভিন্ন হুমকি দেয়া হয়েছে। এ অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আবু সাঈদ। পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল ওহাব ও লাল মোহাম্মদসহ ৫ জন খুন ও মারপিটের হুমকি দিয়েছে বলে তিনি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে। তিনি আরো জানান, ২০১২ সালের ১৪ জুলাই আইলহাস গ্রামের লাল মোহাম্মদের মেয়ে সীমা খাতুন ভুয়া কাবিননামা করে বিয়ের দাবি করে। ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি যৌতুক দাবি ও মারপিটের অভিযোগ তুলে সীমা খাতুনের পিতা লাল মোহাম্মদ বাদী হয়ে চুযাডাঙ্গা কোর্টে মামলা করেন। পরে আমি আবার একই বছর ভুয়া কাবিননামার অভিযোগ তুলে কোর্টে মামলা দায়ের করি। সব মামলা চলমান। এখন মামলা শেষ পর্যায়ে। মামলায় নিশ্চিত পরাজয় ভেবে আমাকে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে। মীমাংসা না করার কারণে আমাকে সীমার পিতা লাল মোহাম্মদ একই গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুল ওহাব, মফেল বিশ্বাসের ছেলে হারুনার রশিদ, ইসলামের ছেলে লাবু মিয়া ও জেলা সদরের মর্তুজাপুরের সোবহান মণ্ডলের ছেলে আক্তার হোসেন খুন ও মারপিটের হুমকি দিচ্ছে।