দামুড়হুদার কানাইডাঙ্গা থেকে পরিত্যাক্ত অবস্থায় রাইফেলের একটি গুলি উদ্ধার

 

কুড়ুলগাছি প্রতিনিধি:  দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। কানাইডাঙ্গা গ্রামের তেঁতুলতলাপাড়ার একটি মাচার সামনে একটি রাইফেলের গুলি দেখে গ্রামবাসী কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে খবর দিলে এ.এস.এই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে গুলিটি উদ্ধার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। গুলিটি আসলে কিভাবে এখানে আসলো আর কারাই বা এ কাজটি করেছে তা বলতে পারেনি গ্রামের লোকজন। তবে গ্রামের অনেকে মন্তব্য করতে গিয়ে জানান আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি কেউ করতে পারে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ.এস.আই মাহফুজের সাথে মুঠোফোনে কথা বললে তিনি সাংবাদিকদের জানান গুলিটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গুলিটি থ্রী নট থ্রী রাইফেলের হবে। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। কানাইডাঙ্গা গ্রামে গুলি উদ্ধারের পর থেকেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Leave a comment