আলমডাঙ্গার শিয়ালমারীর আমির হামজাকে পিটিয়ে হত্যা : সেই বুড়িয়ার মেম্বার অবশেষে গ্রেফতার

 

স্টাফ রির্পোটার: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামে পানচোর সন্দেহে শিয়ালমারী গ্রামের দরিদ্র দিনমুজুর আমির হামজা হত্যা মামলার অন্যতম আসামি বটিয়াপাড়ার মিরাজুল ইসলাম ওরফে বুড়িয়ার মেম্বারকে পাচঁকমলাপুর ফাঁড়ি পুলিশ আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করেছে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।

গত বছর আলমডাঙ্গা বটিয়াপাড়া গ্রামের মাঠ থেকে রাত ২টার দিকে শিয়ালমারী গ্রামের মৃত টগর আলীর ছেলে আমির হামজা ওরফে হামকে পানচোর সন্দেহে আটক করে গ্রামবাসী। রাতেই নেয়া হয় গ্রামে। গ্রামের কতিপয় ব্যক্তিদের নিদের্শে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে গ্রামের কয়েকজন ব্যক্তি। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। গতপরশু রোববার সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকান থেকে পাঁচকমলাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মামলার অন্যতম আসামি মিরাজুল ইসলাম ওরফে বুড়িয়ার মেম্বারকে গ্রেফতার করেন। রাতেই তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। গতকালই তাকে আদলতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment