চুয়াডাঙ্গার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনের ২ দিন বাকি : প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। প্রার্থীরা ছবি সংবলিত হ্যান্ডবিল নিয়ে রাত-দিন ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে স্থানীয়ভাবে বিএনপির মধ্যে দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছেন আ.লীগ সমর্থীত প্রার্থীরা। সব হিসাব-নিকাশের শেষ দেখতে আগামী ১৯ সেপ্টেম্বর ভোটগণনা শেষে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে স্থানীয়দের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নিবাচন ১৯ সেপ্টম্বর। অর্থাৎ নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। ৫টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী দুটি প্যানেলে বিভক্ত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে ভোটযুদ্ধে নামেন। বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন- শফিউদ্দীন (মোরগ), রবিউল ইসলাম (চেয়ার), আবুল কাশেম মিজি (আনারস), আব্দুল গফুর সর্দার (হাতপাখা) ও সকের বানু (ফুটবল)। অপরদিকে আ.লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- কামাল হোসেন (মাছ), জাহাঙ্গীর আলম (মই), সেলিম রেজা (বাইসাইকেল), ফরজ আলী  (দোয়াত কলম), আবুল কাশেম  (দেয়ালঘড়ি) ও মইফুল খাতুন (কলস)। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ৩ জন শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচিত হয়েছেন শিক্ষক রাসেল আহম্মেদ, মশিয়ার রহমান ও শাহিনুর বেগম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর ৪২৯ জন অভিভাবক ভোটার গোপন ব্যালটে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে ৫ জন অভিভাবক সদস্য নির্বাচন করবেন। অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে ২ সেপ্টেম্বর নির্বাচন তফশিল ঘোষণা করা হয় এবং ৩ হাজার টাকা করে মনোনয়নপত্র বিক্রি করা হয়।