আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মোহনা টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি পালিত হয়েছে। মোহনা টেলিভিশনের আলমডাঙ্গা প্রতিনিধি শেখ শফিউজ্জামানের ব্যবস্থাপনায় গত সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে প্রেসক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন, মৌলভী আবুল কাশেম, জামশেদুল হক মনি, মহাসীন, আলী হোসেন, মামুন কাইরুল প্রমুখ।