আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা গতকাল মঙ্গলবার আলমডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন। তিনি চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আগামী রোববার যোগদান করবেন বলে জানা গেছে।
গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সাগর, সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, এম হাফিজ, অনিক সাইফুল, ইউনুচ আলী, শাহ আলম মন্টু, জামিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মানোয়ার হোসেন, শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তানসেন, আব্দুল কুদ্দুস, সাজেদুল হক মনি প্রমুখ।
এ সময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বেশ কিছুদিন আলমডাঙ্গায় কাজ করলাম। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করতে হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে যেসব ভুলত্রুটি হয়েছে, তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আলমডাঙ্গার উন্নয়নে অবদান রাখতে চেষ্টা করবো।