স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের এডিএম মো. জাকির হোসেন নীলফামারীর ডিসি, নীলফামারীর ডিসি পদে বদলির আদেশাধীন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সেলিম রেজা ভোলার ডিসি, মুন্সিগঞ্জের ডিসি পদে বদলির আদেশাধীন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শাহাবুদ্দীন খান জামালপুরের ডিসি এবং ভোলার ডিসি খন্দকার মোস্তাফিজুর রহমান নোয়াখালীর ডিসি পদে নিয়োগ পেয়েছেন। নোয়াখালীর ডিসি সোহেল ইমাম খানকে বিপিএটিসি’র পরিচালক, নীলফামারীর ডিসি এসএম মাহফুজুল হককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের পরিচালক, মুন্সীগঞ্জের ডিসি মো. সাইফুল হাসান বাদলকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক এবং জামালপুরের ডিসি মো. দেলোয়ার হায়দারকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।