প্রাথমিকের প্রধান শিক্ষক পদে বিসিএস উত্তীর্ণদের নিয়োগ কেনো নয় : হাইকোর্ট
স্টাফ রিপোর্টার: প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের শূন্য পদে ৩৪ তম বিসিএস থেকে নিয়োগের সুপারিশে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে ‘নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ মতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক রিট আবেদনকারীদের নিয়োগে পিএসসির চেয়ারম্যান, পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) ও সচিবকে কেন নির্দেশনা দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে জন প্রশাসন সচিব, শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, পিএসসির চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পদ না পাওয়া ৩০ চাকরিপ্রার্থীর করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএনদেব চৌধুরীর ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
বিকাশ কর্মীকে হত্যা করে ১০ লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার: টঙ্গীতে হামিদ (৬০) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে হত্যার পর ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। টঙ্গী থানার এএসআই সিদ্দিকুর রহমান জানান, বিকেল ৩টার দিকে হামিদ, ইমদাদুল ও সুব্রত নামে তিন বিকাশকর্মী টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার মা মিডিয়া দোকান থেকে বিকাশের টাকা নিয়ে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা হামিদের হাতে থাকা ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় হামিদের সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে হামিদকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় হামিদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সাথে থাকা বিকাশকর্মীরা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক হামিদকে মৃত ঘোষণা করেন।
নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা
স্টাফ রিপোর্টার: ঈদুল আযহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওই দিনের অফিস হবে ২৪ সেপ্টেম্বর শনিবার। নির্বাহী আদেশের এই ছুটির ফলে ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সাথে যোগ হলো আরো একদিন। রোববার ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা হওয়ায় শুক্রবার, শনিবারসহ ঈদের ছুটি হচ্ছে ছয় দিন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ১১ ও ১৫ সেপ্টেম্বর এই ছুটি হওয়ার সম্ভাবনা ছিলো। তবে এখন শুধু ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
চিত্রনায়ক রিয়াজের মায়ের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: যশোরে চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান আরা বেগমের লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর যশোরের কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার সকালে ঢাকা থেকে তার মরদেহ যশোরে নিয়ে আসা হয়। পারিবারিক সূত্র জানায়, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরজুমান আরা বেগম রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোববার বাদ আছর ঢাকার গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে তার মরদেহ বিমানযোগে ঢাকা থেকে যশোরে নিয়ে আসা হয়। এদিন বাদ জোহর যশোরের কারবালা জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কারবালা কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।
স্মার্টকার্ড বিতরণ ৩ অক্টোবর থেকে শুরু
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরী ও কুড়িগ্রামের রৌমারীতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র ‘স্মার্টকার্ড’ বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধানমন্ত্রীর মাধ্যমে কার্যক্রম উদ্বোধনের পরদিন থেকে এ বিতরণ শুরু হবে। ‘স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন’ উপলক্ষে সোমবার প্রস্তুতিমূলকসভা শেষে এ তথ্য জানান ইসি সচিব সিরাজুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ অক্টোবর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৯ কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার জন্য ফ্রান্সের একটি সংস্থার সাথে ইসির চুক্তি রয়েছে। ইসি সচিব বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের পরদিন প্রধান নির্বাচন কমিশনার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি চরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরী ও প্রত্যন্ত এলাকায় একযোগে বিতরণ শুরু হবে।