গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরে প্রবেশের সকল রাস্তায় যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধে এবার মুখ খুললেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। যানবাহন মালিক ও ব্যবসায়ীদের অবৈধ চাঁদা না দেয়ার আহ্বান জানিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তিনি।
গতকাল সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি প্রেসনোট সাংবাদিকদের কাছে প্রেরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। তিনি বলেন, আমরা গভীরভাবে লক্ষ্যে করছি, মাসখানেক আগে থেকে গাংনী পৌর মেয়রের ক্যাডার বাহিনী গাংনী শহরে প্রবেশের সকল রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী যানবাহন মালিক ও ব্যবসায়ীরা নিয়মিত অভিযোগ করে আসছেন। তদন্ত করে অভিযোগের সত্যতা মেলায় তাদেরকে চাঁদা না দেয়ার জন্য বলা হলো। এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিতে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক জিরো টলারেন্স নীতি অবলম্বন পূর্বক সকল সাধারণ মানুষের পাশে থাকাই আওয়ামী লীগ নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব।