তৃণমূল পর্যায় থেকে হকি খেলোয়াড় বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তৃনমুল পর্যায় থেকে হকি খেলোয়াড় বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণ গতকাল সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমানআরা। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হুমায়ুন কবীর মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও হকি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম লাড্ডু, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম, টুটুল মোল্লা, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য সালাউদ্দীন মো. মতূর্জা, ওবাইদুল হক জোয়ার্দ্দার, বদরউদ্দীন খান, ফজলুল হক মালিক লোটন, সুরেশ কুমার আগরওয়ালা, শহিদুল কদর জোয়ার্দ্দার, মহসীন রেজা, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, হকি ফেডারেশনের কোচ সামাদ মামুন প্রমুখ। উল্লেখ্য প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা থেকে ৪৫ জন হকি খেলোয়াড় বাছাই করে মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণ শেষে সর্বশেষ ২৯ জন হকি খেলোয়াড় টিকে আছে বলে জানানো হয়।

Leave a comment