দর্শনা অফিস: দর্শনায় মোহনা টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটনের ব্যবস্থাপনায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালি শেষে আলোচনসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আওয়াল হোসেন। বক্তব্য রাখেন দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, প্যানেল মেয়র শরীফ উদ্দিন ও ওয়েভ ফাউন্ডেশনের আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন, সাংবাদিক ইকরামুল হক পিপুল, হারুন রাজু, ইয়াছির আরাফাত মিলন, এসএম ওনসান, হানিফ মণ্ডল, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, জাহিদুল ইসলাম, নুরুল আলম বাকু, সাব্বির আলীম, আজিম উদ্দিন, মেহেদী হাসান প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, সকাল ১০টার দিকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। কেক কাটেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন, মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম এবং মোহনা টিভি ও দৈনিক মাথাভাঙ্গার মুজিবনগর উপজেলা প্রতিনিধি শফি উদ্দীন। পরে একটি ৱ্যালি মুজিবনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক হোসেন, ওয়াজেদুল হক জেদু, মাজেদুল হক মানিক, মুন্সি ওমর ফারুক প্রিন্স, রেজা আহম্মেদ প্রমুখ।