ঈদকে সামনে রেখে মহেশপুরে হাইওয়ে সড়ক নিরাপদ রাখার জন্য রাত জেগে পাহারা দিচ্ছে গ্রাম পুলিশরা

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইওয় সড়ক নিরাপদ রাখার জন্য রাত জেগে গ্রাম পুলিশরা পাহারা দিচ্ছে। ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের বিশেষ উদ্যোগে এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর সীমানার মধ্যে বকুণ্ডিয়া মাঠে প্রায়ই রোড ডাকাতি হয়। ঈদ সামনে রেখে যাতে রোডে এই ধরণের ডাকাতির ঘটনা না ঘটে সে জন্য রাখালভোগা থেকে হাসাদাহ জোড়ামাইল পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা ফতেপুর ইউনিয়নের গ্রাম পুলিশরা রাত জেগে পাহারা দিচ্ছে। গত শনিবার রাতে মহেশপুর থানার ওসি ও ফতেপুর ইউপি চেয়ারম্যান পাহারা পরিদর্শন করেন এবং তাদেরকে টর্চ লাইট উপহার দেন। পরিদর্শনকালে মহেশপুর প্রেসক্লাবের সবাপতি আব্দুর রহমান তাদের সাথে ছিলেন। স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

 

Leave a comment