স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজারের যুবলীগের অফিস ভাঙচুর ও টাকা ছিনতাই মামলার আসামি ইউনিয়ন যুবদল একাংশের সভাপতি আজিজ আহম্মেদ সুজনকে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজারের যুবলীগের অফিস ভাঙচুর মামলার আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের হাড়োকান্দি গ্রামের মৃত সফিউদ্দিন মালিথার ছেলে ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজ আহম্মেদ সুজনকে আলমডাঙ্গা পুলিশের এসআই আনিচ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।
উল্লেখ্য, গত পরশু রোববার সন্ধ্যা ৬টার দিকে আইলহাস ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বলেশ্বরপুর বাজারের যুবলীগের অফিস ভাঙচুর করে। গতকাল বিএনপি নেতা টনি, হাসনাতুজ্জামান ফকলা, মাসুদ রানা, সাইফুল, আজিজ আহম্মেদ সুজনসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা করা হয়।