ঝিনাইদহ প্রতিনিধি: তথ্য গোপন করে ঝিনাইদহ সদর উপজেলার ইসলামপুর হরিপুর কে.এফ.এ মাধ্যমিক বিদ্যালয়ে জাল জোচ্চুরির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ বাতিল করে দিয়েছেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার। অবৈধ পন্থায় প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছিলো ঝিনাইদহ তেতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ধীরেন্দ্রনাথকে। কথিত আছে ধীরেন্দ্র সাথের কাছ থেকে স্কুল কমিটির সভাপতি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এদিকে স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেন আদালতে মামলা করায় ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন গত ৩১.৭ ১৭ ইং তারিখ ও ঝি/জে/শি ৭১৬ নং স্বারকের এক আদেশে অবৈধ নিয়োগটি স্থায়ীভাবে বন্ধ করে দেন। অভিযোগ উঠেছে, ঝিনাইদহ সদর উপজেলার ইসলামপুর হরিপুর কে,এফ,এ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয় গোপনে। গত ১৯ জুলাই ঝিনাইদহ শহরের একটি স্কুলে বসে গোপনে নিয়োগ পরীক্ষা নেয়া হয়। হরিপুর স্কুলটি ব্যাপক আলোচিত হয় সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেনের কারণে। তিনিও জাল জালিয়াতি করে প্রধান শিক্ষক নিয়োগ নিয়েছিলেন। পরে ম্যানেজিং কমিটি ও শিক্ষা মন্ত্রনালয় তদন্ত করে আলমগীর হোসেনকে এমপিও থেকে নাম কর্তন করে বেতন ভাতা বন্ধ করে দেয়। তিনি চাকরি ফিরে পাবার আশায় আদালয়ে মামলা করেন, ডিগ্রি নং ১৭১/০৪। এদিকে প্রধান শিক্ষকের পদ শুন্য না করেই বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী তেতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ধীরেন্দ্রনাথের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে কাগজপত্র জালিয়াতি করে অবৈধ ভাবে তাকে নিয়োগ দেন।