মেহেরপুর অফিস: জ্বীনের বাদশা সেজে সাধারণ জনগণের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত এক মহিলাকে ৪ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে। দণ্ডপ্রাপ্ত কাবিরুন নেছা মেহেরপুর শহরের উপকন্ঠ সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার নূরুলের স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাবিরুন নেছা দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে সাধারণ মানুষের ধোকা দিয়ে অর্থ আদায় করে আসছিলো। এদিন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ কাবিরুন নেছাকে খন্দকারপাড়া থেকে আটক করে। পরে তাকে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৭৬ ধারায় দোষী প্রমাণ হওয়ায় ২০০৯ এর ৭(২) ধারায় তাকে ওই শাস্তি দেয়া হয়েছে।