Untitled

জীবননগরে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

জীবননগর ব্যুরো: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী জীবননগরে পালিত হয়েছে। জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে সাহিত্য পরিষদ ও শিল্পকলার যৌথ উদ্যোগে আলোচনাসভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। মুক্তমঞ্চে শনিবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত চলে এ আয়োজন। অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিত, গান ও জীবনি নিয়ে আলোচনা করেন সাহিত্য পরিষদের উপদেষ্টা কাজী বদরুদ্দোজা, অ্যাড. তারিকুজ্জামান, নজরুল ইসলাম মাস্টার, ইসাহক আলী, মীর জাহান আলী, সাংস্কৃতিক সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সি আবু সাঈফ মুকু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও আব্দুল ওয়াহেদ বিশ্বাস। স্বরচিত কবিতা পাঠ করেন আজিজ হোসেন, খলিলুর রহমান, চপল আল কবির, শেখ নজরুল ইসলাম, মিজানুর রহমান সুনু ও বদরউদ্দিন বাদল। শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করেন কাজী হাসানুজ্জামান বাবুল, হাবিবুর রহমান, মোমিন উদ্দিন, মোজাম্মেল হক, আশরাফ আলী, আব্দুল ওয়াহেদ বিশ্বাস, আব্দুর রাজ্জাক ও সেলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আ. সালাম ঈশা।