বিনোদন ডেস্ক: প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে এম.আর হেলালের একক অ্যালবাম ‘দূরে গেলে’। আগামী ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে। তার একক অ্যালবামে ছয়টি মৌলিক গান রয়েছে। এর মধ্যে দুটি ডুয়েট গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী ফারাবী ও হ্যাপি। গীতিকার হিসেবে রয়েছেন সনামধন্য গীতিকার রবিউল ইসলাম জীবন। অধিকাংশ গানের সুর ও কথা লিখেছেন শিল্পী নিজেই। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, এমএমআর রাজীব ও শিহাব রিপন।
এম.আর হেলাল চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুলের ছাত্র ছিলেন। স্কুলজীবনে হারমোনিয়াম ও তবলায় হাতেখড়ি। মেলোডি গানের ভক্ত এ শিল্পীর গানের প্রতি ভালোবাসা তাকে দমিয়ে রখতে পারেনি কিছুতেই। নানা প্রতিকূলতার মধ্যে সামায়কভাবে গান থেকে দূরে সরে থাকলেও শত ব্যস্ততার মাঝে এগিয়ে যাচ্ছেন তিনি।
দৈনিক মাথাভাঙ্গকে তিনি বলেন, আমার অ্যালবামে দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেথেই সব ধরনের গান করার চেষ্টা করেছি। সবার কাছে ভালো লাগবে বলে আশা করছি। আমি ঢাকায় থাকলেও সবসময় আমার এলাকাকে মিস করি। সবার কাছে আমি দোয়া চাই।
তিনি জানান, তার একক অ্যালবামে ছয়টি মৌলিক গানের মধ্যে রয়েছে: কতো ভালবাসি তোকে, তোমার প্রেমের পথে, কেটে যায় দিন, একটু সময়সহ বেশকিছু মেলোডি গান। জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া এ বিষয়ে বলেন, আমরা এম.আর হেলালের কাজকে সমর্থন করি। তার অ্যালবামের সব ধরনের পাবলিসিটি আমরা (জি-সরিজ/অগ্নিবীণা) করছি। এরই মধ্যে গানগুলোর রিংটোন সব টেলিফোন অপারেটরে চলে এসেছে। একটি গানের মিউজিক ভিডিও একই সাথে প্রকাশ পাবে। আশা করি, এম.আর হেলাল আগামীতে অনেক ভালো ভালো গান শ্রতাদের উপহার দেবেন।
সঙ্গীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘দূরে গেলে’ অ্যালবামের সর্বশেষ মিক্সিং ও মাস্টারিং আমি করেছি। গানগুলো সবার কাছে ভালো লাগবে বলে আমি আশা প্রকাশ করছি এবং আগামীতে এম.আর হেলাল আরো ভালো গান করবেন।
২০১৫ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এম.আর হেলালের প্রথম মিউজিক ভিডিও ‘হয়নি বলা’ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপর গত ঈদে মিউজিক ভিডিও ‘হয়নি বলা-২’ টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হয়। ২০১৬ ভ্যালেন্টাইনসে ‘মায়াবী রাত’ গানটির ভিডিও এম.আর হেলালের ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব, সাউন্ড ক্লাউডসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশ করা হয়।