মেহেরপুর রাজনগরে রাতের আঁধারে ট্রাক ভাঙচুর : চালক আহত

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগরে রাতের আঁধারে দুটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, গতকাল সোমবার রাত ৯টার দিকে মেহেরপুরে থেকে ছেড়ে আসা গিয়াস পরিবহনের একটি ট্রাক এবং আরেকটি পণ্যবোঝাই ট্রাক রাজনগরের ঘোড়ামার নামক স্থানে পৌঁছুলে ট্রাক দুটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাক দুটির সামনের গ্লাস ভেঙে চূর্ণবিচুর্ণ হয়ে যায়। হামলায় গিয়াস পরিবহনের ট্রাকচালক ফরজ আলী (৪০) আহত হন। পথচারীরা আহত চালককে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিহোমে ভর্তি করে। তার আঘাত মারাত্মক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় চক্ষু হাসপাতালে রেফার করেন। আহত ট্রাকচালক সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের শুকমানের ছেলে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে।