জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তূজাসহ তার পরিবারের সকল সদস্যকে হত্যার হুমকি দিয়ে গতকাল সোমবার সকালেও অজ্ঞাত ব্যক্তি চিঠি দিয়েছে। সারারাত কড়া পাহারা থাকার পরও সকালে অজ্ঞাতনামা কেউ তার বাড়ির বারান্দায় হাতে লেখা এ চিঠি ফেলে রেখে যায়। গত শনিবার রাতে বাড়ির চারিদিকে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর অপচেষ্টা এবং পূর্বাপর হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়ায় উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা ও তার পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
উপজেলা চেয়ারম্যন গোলাম মের্তূজা জানান, তার অসুস্থ স্ত্রী মোশরেকা মোর্তূজাকে নিয়ে তিনি শনিবার ভোরে চিকিৎসার উদ্দেশে কলকাতা যান। ওইদিন রাতে তিনি খবর পান অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়ির চারপাশে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর অপচেষ্টা চালায়। এ খবর পেয়ে তিনি চিকিৎসা না নিয়েই গত রোববার বাড়িতে ফিরে আসেন। তার পরিবারের নিরাপত্তার জন্য গ্রামের মানুষ রোববার সারারাত পাহারার ব্যবস্থা করে। ভোর পর্যন্ত তারা পাহারা শেষ করে বাড়ি ফিরে যায়। সকালে তিনি তার বারান্দায় আবারও একটি চিঠি দেখতে পান। বাড়ি পাহারা দিয়েও রক্ষা পাওয়া যাবে না বলে এ চিঠিতে হুমকি দেয়া হয়েছে। তার ছোট ছেলে শাওনের স্ত্রীকে সবার আগে তুলে নিয়ে হত্যা করা হবে। এরপর একে একে পরিবারের অন্যান্য সদস্যকে হত্যা করার পর সব শেষে তাকে হত্যা করা হবে বলে চিঠিতে হুমকি দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা জানান, তার সাথে কারও কোনো বিরোধ নেই। কারা কী কারণে এ হুমকি দিয়ে তাকে একের পর চিঠি দিচ্ছে এবং বাড়ির সদস্যদের হত্যা করার অপচেষ্টা করছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।