মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলার আমদাহ ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রর্থী মাও. কাজী রুহুল আমিনকে তার খন্দকারপাড়ার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার সাহেবপুর ক্যাম্পের এসআই রেজাউল হকের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের অভিযোগ তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো।
পুলিশ জানায়, সরকার পতন আন্দোলনকালে তাকে বন্দর-বামনপাড়ার মোড়ে পুলিশ মারা মামলায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল বুধবার দুপুরে জেলা জজ আদালতে তার জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করেন। এদিকে তার গ্রেফতারে জেলা জামায়াতে আমির মাও. তাজউদ্দিন খান নিন্দা প্রকাশ করেছেন ও প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন- কাজী রুহুল আমিনকে অন্যায় ও উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়েছে।