খুব সহজে প্রত্যন্ত অঞ্চলের জনগণ প্রয়োজনীয় তথ্যসেবা পাচ্ছে
ইসলাম রকিব: চুয়াডাঙ্গায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের (ইউআরএসসি) ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাইফ মাহাবুরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন ইউআরএসসি’র সহকারী প্রোগ্রামার সূবর্ণা রাণী সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ভিসন টোয়েন্টি টোয়েন্টি বাস্তবায়নে যে পদক্ষেপ বর্তমান সরকার হাতে নিয়েছে তা ধীরে ধীরে সফলতার দিকে যাচ্ছে বলে আলোচনাসভার বক্তারা মনে করেন। আলোচনাসভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ। যার মাধ্যমে খুব সহজেই প্রত্যন্ত অঞ্চলের জনগণ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদেশ গমন, দৈনন্দিন জীবনে স্থানীয় সরকারের প্রয়োজনীয় সকল কাগজ-পত্রসহ নানা সেবা পাচ্ছে। তিনি আরো বলেন, উন্নত বিশ্বে হয়তো তথ্য প্রযুক্তির সেবার মান অনেক উন্নত। তবে আমাদের দেশের মতো এতো রুট লেবেলে (ইউনিয়ন/ গ্রাম পর্যায়ে) তথ্যসেবাসহ জনগণের প্রয়োজনীয় যে সব সেবা প্রদান করা হয়ে থাকে তা পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নেই।
বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান, সাংবাদিক শাহ আলম সনি, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা শরিফুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান, ইউনিয়ন সচিব ফয়জুর রহমান প্রমুখ। এনডিসি মোহাম্মদ মোখলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশলী ওমর আলী, সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, জেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছানোয়ার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারসহ জেলার সকল ইউআরএসসি’র উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।