মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেটে একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। সর্বশেষ নরওয়ের রাজধানীতে একটি প্রদর্শনী ওয়ানডে ম্যাচে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেছেন ৪২ বছর বয়সী মিসবাহ। ‘শান্তির জন্য খেলা’ ফেস্টিভালের অংশ হিসেবে অসলোর বিসলেট স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচে ইনিংসটিতে মিসবাহ ছক্কা হাকিয়েছেন ১২টি। প্রদর্শনী ম্যাচটিতে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালেরও অংশ নেয়ার কথা ছিলো। তবে শেষ পর্যন্ত আয়োজকদের সঙ্গে কথা বলে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানান টাইগার ওপেনার। ম্যাচটিতে আরো খেলেছেন ম্যাচ-ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ, সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার, লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়সুরিয়া এবং ভারতের ইরফান ও ইউসুফ পাঠানের মতো তারকা খেলোয়াড়রা।