মাথাভাঙ্গা মনিটর: অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ইরানের শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাফদার রাহমাত আবাদি। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় সাবলান স্কোয়ারে গতপরশু রাতে তাকে মাথায় ও বুকে দুটি গুলি করা হয়। এ সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে উপমন্ত্রীর সাথে থাকা এক ব্যক্তি তাকে গুলি করেছে বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা। খুনের আগে ওই ব্যক্তি উপমন্ত্রীর সাথে কথা বলছিলো। খুনের কারণ জানা যায়নি। কেন উপমন্ত্রী সাফদারকে নিশানায় পরিণত করা হয়েছে, তাও স্পষ্ট নয়। প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।