গাংনী প্রতিনিধি: জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে বালক ও বালিকা গ্রুপে জোন পর্যায়ের সেমিফাইনাল খেলা গতকাল রোববার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বালক দলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা দলে মিকুসিস মাধ্যমিক বিদ্যালয় জোন ফাইনালে উঠেছে।
সকালে গাংনী পাইলট ও ভাটপাড়া (কষবা) মাধ্যমিক বিদ্যালয় বালক দলের ম্যাচের খেলা টানটান উত্তেজনা পূর্ণ অবস্থায় এগিয়ে যাচ্ছিলো। আক্রমণ ও পাল্টা আক্রমণ খেলোয়াড় ছাপিয়ে দর্শক গ্যালারিতে স্পর্শ করে। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় প্রথমার্ধে ভাটপাড়া দলের ফারহান গোল করে দলকে এগিয়ে নেয়। পরে গাংনী পাইলটের নাইচ গোল করলে সমতা ফিরে আসে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ৩-২ গোলে গাংনী পাইলট জয়লাভ করে ফাইনালে পৌঁছায়।
দ্বিতীয় খেলায় জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় দল ১-০ গোলে সিএফএম দলকে পরাজিত করে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন সুমন। দিনের অপর খেলায় বালিকা গ্রুপে মিকুসিস মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে জেটিএস দলকে পরাজিত করে। বিজয়ী দলের আঁখি ও ইতি গোল করেন। খেলায় রেফারি হিসেবে ক্রীড়া শিক্ষক আব্দুল মাবুদ, আহসান হাবীব ও শাহজাহান দায়িত্ব পালন করেন। দর্শক গ্যালারিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতর আলী, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রোমানুল হক প্রমুখ।