কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ঝন্টু (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে প্রেরণ করেছে। সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ঝন্টু সীমান্তবর্তী পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, নিহত ঝন্টু রোববার রাতে ওই এলাকার মাদকব্যবসায়ীদের ২শ বোতল ফেনসিডিল ও ৪০ কেজি গাঁজা পুলিশকে ধরিয়ে দেয়। এর জের ধরে রাতে মাদকব্যবসায়ী আজম, লাবু ও হ্যাবলের নেতৃত্বে তাদের ক্যাডারবাহিনী ঝন্টুর বাড়িতে হানা দিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে ঝন্টু মারা যায়। পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশে ঝন্টুর মুখে বিষ ঢেলে দিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। পুলিশ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম জানান, রাতে নিহত ঝন্টুর লাশ উদ্ধার করে হাসপাতালমর্গে প্রেরণ করা হয়েছে।