পুলিশকে গুলি করে হত্যার হুমকি!

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের এক এএসআইকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিপন সরকারের বিরুদ্ধে। এ ব্যাপারে এএসআই আসাদুল ইসলাম গতকাল মঙ্গলবার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আসাদুল ইসলাম উল্লেখ করেছেন, সীমান্তবর্তী প্রাগপুর স্কুলপাড়ার হাশেম সরকারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক রিপন সরকার গত সোমবার বেলা ১২টা ৫৮ মিনিটে এএসআই আসাদুল ইসলামের ব্যবহৃত মোবাইলফোনে ফোন দিয়ে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক ও অবৈধ অস্ত্রের চালান আটক না করার জন্য হুমকি দেন এবং যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তাকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন রিপন সরকার। এলাকাবাসী ও পুলিশ জানায়, রিপন সরকার প্রাগপুর সীমান্ত এলাকার সকল ধরনের চোরাই ব্যবসা, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে এবং তার এসকল কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে জানার জন্য রিপন সরকার জানান, পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি কাউকে হুমকি বা মাদকব্যবসায়ীর সাথে জড়িত না।

দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে পুলিশের উচ্চ পর্যায়ে অবগত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

Leave a comment