কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ভেড়ামারার ষোলদাগ দক্ষিণপাড়া এলাকার মান্নান সর্দারের ছেলে হালিম (৩২) ও পূর্ব নওদাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে বিষু (৩৫)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার লালন শাহ ব্রিজের নিকটে যাত্রী ছাউনির কাছে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি সাটারগান ও দুই রাউন্ড তাজা বন্দুকের গুলি উদ্ধার করে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নুর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীছাউনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দু অস্ত্রব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তাদের বিররুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।