আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন পোডলস্কি

 

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির তারকা স্ট্রাইকার লুকাস পোডলস্কি। নিজের অবসরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানান পোডলস্কি।

তিনি বলেন, ধন্যবাদ আমার সকল ভক্ত-সমর্থকদের। ১২ বছর, ১২৯ ম্যাচ। এটা সত্যিই অবিশ্বাস্য! এটা অসাধারণ মুহূর্ত ছিলো! জার্মানির জাতীয় দলের হয়ে খেলাটা আমার জন্য বিরাট গৌরবের। আর দেশের জন্য বিশ্ব শিরোপা জেতাটা ছিলো গর্বের অংশ। ২০০৪ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক হয় পোডলস্কির। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার আগে জার্মানির হয়ে ৪৮টি গোল করেছেন এ স্ট্রাইকার।

ইউরো আসরে জার্মানির ব্যর্থতার পর জাতীয় দল থেকে বিদায় নেন বাস্তিয়ান শোয়েইন্সটাইগার। এবার পোডলস্কিও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। আর্সেনাল, ইন্টার মিলান আর বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট ক্লাবে খেলা এ জার্মান তারকা বলেন, অবসরের এ সিদ্ধান্ত আমার কাছে খুবই কঠিন ছিলো। কোচকে জানিয়ে দিয়েছে দেশের জার্সি গায়ে আর কোনো ম্যাচ খেলবো না। পরিবারকে সময় দিতে চাই। আমি নিশ্চিত জাতীয় দলের কেউ আমার এমন সিদ্ধান্তে রাগ করবে না। কেননা জাতীয় দলের অবস্থান সবসময় আমার হৃদয়ের খুব কাছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিভিন্ন ক্লাবের হয়ে ৪৩৫ ম্যাচ খেলা পোডলস্কি যোগ করেন, সবকিছুরই একটা সঠিক সময় রয়েছে এবং আমি মনে করে জাতীয় দলকে আমার দেয়ার সময় শেষ হয়ে গেছে। ১২ বছর আর সাতটি বড় টুর্নামেন্টের পরে সেই সময়টা আসলো। আমি আমার ক্যারিয়ারের এমন এক অবস্থায় আছি, যেখান থেকেই অবসর নিতে চাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে আমার ক্লাব, আমার ফাউন্ডেশন, আমার স্ত্রী ও দু সন্তানের দিকে।

Leave a comment